করোনায় বাতিল টটেনহামের প্রিমিয়ার লিগ ম্যাচ

|

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচও বাতিল হলো টটেনহ্যামের। ক্লাবটির ৮ ফুটবলার ও ৫ সহকারী কোচ করোনায় আক্রান্ত হওয়ায় এমন ঘোষণা আসে।

টটেনহামের স্টেডিয়াম হোয়াইট হার্ট লেন। ছবি: সংগৃহীত

গত বুধবার (৮ ডিসেম্বর) ফুটবলার আর সহকারী কোচদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্পার্স কোচ আন্তোনিও কন্তে। তারই জের ধরে ইউরোপা লিগে রেনের বিপক্ষে ম্যাচ বাতিল করা হয়েছিল। সেই ম্যাচে ১৩ ফুটবলারের তালিকা দিতে হিমশিম খেতে হয়েছিল কন্তেকে। এবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে নর্থ লন্ডনের ক্লাবটির ম্যাচও বাতিল হল।

আরও পড়ুন: নাপোলির কাছে হেরে ইউরোপা থেকে বিদায়ের দ্বারপ্রান্তে লেস্টার

টটেনহামের একটি বিবৃতিতে জানানো হয়, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যাচটি বাতিলের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শকে গুরুত্ব দিয়েছে। ইপিএল বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই ম্যাচ বাতিল করছে। পরে আবার সময় ঠিক করে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আটালান্টাকে হারিয়ে নক আউট পর্বে ভিয়ারিয়াল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply