বান্দরবান প্রতিনিধি:
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে পুরনো ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলী সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে আধুনিক মানের পিসি গার্ডার ব্রিজ। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হাংসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের উপর একটি নতুন পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
সড়ক ও জনপদ অধিদফতরের উদ্যোগে ৯ কেটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৫০.১২ মিটার পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আরও পড়ুন: রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে লঞ্চের কেবিন ভাড়া, সকালে তরুণীর লাশ উদ্ধার
উদ্বোধন শেষে পাড়ার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, বর্তমান সরকারের সময় পার্বত্য এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুুদ্দুছ ফরাজী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম, সড়ক ও জনপদ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এসজেড/
Leave a reply