ফেসবুকে বিপিন রাওয়াতের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট, গ্রেফতার ১

|

ছবি: সংগৃহীত।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে এরই মধ্যে। তবে বিপিন রাওয়াতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দেয়ার জেরে গুজরাটের আমদাবাদে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শিবভাই আহির নামের ৪৪ বছর বয়সী ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, বিপিন রাওয়াত ছাড়াও এর আগে এই ব্যক্তি একাধিক ধর্মীয় অবমাননাকর মন্তব্য পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। বিপিন রাওয়াতের বিরুদ্ধে করা পোস্টের সূত্র ধরে এগোতে গিয়েই এসব তথ্য সামনে আসে।

আরও পড়ুন: চলন্ত বাসে হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের, বাঁচিয়ে গেলেন ৩০ যাত্রীর প্রাণ

আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখার সহকারি কমিশনার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জনপ্রতিনিধি হওয়ার জন্য বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছিলেন শিবভাই। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত শিবভাই তার গ্রামের সহকারী সারপাঞ্চ ছিলেন। আগামী দিনেও এই পদে আসীন হওয়ার চেষ্টা করছিলেন তিনি। তাই সস্তা জনপ্রিয়তা অর্জনে ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট করতে শুরু করেন গত কয়েক মাস ধরে।

সর্বশেষ বিপিন রাওয়াতকে নিয়ে অবমাননাকর পোস্ট করার পরই তাকে গ্রেফতার করা হয়। এই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে হিন্দু দেবদেবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় ওই ব্যক্তির বিরুদ্ধে ২৯৫-এ ধারাতেও দায়ের করা হয়েছে আরেকটি মামলা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply