পর্যটকদের ওপর কড়াকড়ি আরোপ করলো ব্রাজিল

|

ছবি: সংগৃহীত।

দীর্ঘ সমালোচনার পর করোনার বিস্তার রোধে কড়াকড়ি আরোপ করলো ব্রাজিলের বলসোনারো সরকার। শুধুমাত্র পর্যটকদের জন্য জারি হলো এ কড়াকড়ি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় প্রশাসন। টিকা না নেয়া পর্যটকদের পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকার বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ের মধ্যে জমা দিতে হবে করোনা নেগেটিভ সনদ।

শনিবার থেকেই এ নিয়ম কার্যকরের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে কেবলমাত্র বিমান যোগে পৌঁছানো পর্যটকরাই থাকবেন এর আওতায়।

আরও পড়ুন: কে হতে চলেছেন ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান?

করোনা আক্রান্ত হয়ে লাতিন এ দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬ লাখের বেশি মানুষ। কিন্তু ভাইরাসের বিস্তার রোধে বিধিনিষেধ আরোপ না করা ও ভ্যাকসিন নিয়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বব্যাপি সমালোচনার শিকার হন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply