কৃষ্ণসাগরে আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কয়েকটি যুদ্ধবিমানকে তাড়া করলো রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সাথে রাশিয়ার চলমান উত্তেজনার মাঝেই ঘটলো এ ঘটনা।
শুক্রবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে কৃষ্ণসাগরের রুশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ মস্কোর। তবে এ অভিযোগ অস্বীকার করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে একে ন্যাটোর নিয়মিত টহল হিসেবে উল্লেখ করছে তারা।
আরও পড়ুন: ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে কঠোর জবাব দেয়া হবে: বাইডেন
এ নিয়ে চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুললো রাশিয়া। গেল বুধবার একই অভিযোগে ফ্রান্সের একটি যুদ্ধবিমানকে তাড়া করে দেশটির বিমানবাহিনী।
রাশিয়ার সাথে প্রতিবেশি দেশ ইউক্রেনের সীমানা সংক্রান্ত ঝামেলা চলছে বেশ কিছুদিন ধরেই। ইউক্রেনকে যেকোনো ধরণের সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিন্তু রাশিয়ার জন্য বিষয়টি উদ্বেগজনক। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে।
Leave a reply