ভারতে বেড়েই চলেছে ওমিক্রন

|

ছবি: সংগৃহীত।

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে এ পর্যন্ত ৩২ জনের দেহে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে শুক্রবার (১০ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়। ভারতে ২ ডিসেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। ওই দিন দেশটিতে দুজনের দেহে ওমিক্রন শনাক্তের কথা জানানো হয়।

এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, এ পর্যন্ত দেশে ৩২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই উপসর্গগুলো হালকা মাত্রার।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ।

আরও পড়ুন: বিমানের মতো ট্রেনেও সেবিকা নিয়োগ দেবে ভারত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply