মিরসরাইয়ের সাগর তীরের পার্শ্ববর্তী গহীন অরণ্যে এ যাবত কালের সবচেয়ে বড় মদের কারখানার সন্ধান পাওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। র্যাবের দাবি, অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকদের টার্গেট করেই গোপন এ কারখানা স্থাপন। সরবরাহের জন্য ছিল সেলসম্যান। মদ লুকিয়ে রাখা হতো মাটির নিচে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরের পাশ ঘেঁষে একেবারে গহীন অঞ্চলের দিকে চলে র্যাবের অভিযান। এতে সন্ধান মেলে সাগর তীরে প্রায় এক একর জায়গা জুড়ে এ কারখানার।
যেখানে নানা উপকরণ দিয়ে চোলাই মদ তৈরির পর বিশেষ কৌশলে রাখা হতো মাটির নিচে। উৎপাদিত মদের হিসেব ও বিক্রির জন্য ছিল সেলসম্যানও। কারখানাটিতে দৈনিক উৎপাদিত ১০ হাজার লিটার চোলাই মদ সরবরাহ করা হতো ফেনীসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে।
আরও পড়ুন: ফরিদপুরে তরুণীর পেটে কাঁচি রেখেই সেলাই, এক বছর পর জানলো পরিবার
র্যাব-৭ এর অধিনায়ক কর্ণেল এম এ ইউসুফ বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকদের টার্গেট করে গড়ে ওঠা এ মদের কারখানার নেপথ্যে থাকা মূল হোতাদের খুঁজছি আমরা।
Leave a reply