‘সরকার ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে বাধা মনে করে’

|

ফাইল ছবি।

ক্ষমতায় টিকে থাকতে খালেদা জিয়াকে বাধা মনে করে সরকার। এজন্য তারা আইনের দোহাই দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎদের সংগঠন, ড্যাব আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকার বিএনপি চেয়ারপার্সনের মানবাধিকার হরণ করছে।

খালেদা জিয়াকে আইনের কোনো ধারায় আটকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিহিংসা বাস্তবায়নের লক্ষ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা দেয়া হচ্ছে। খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই তারা তার জীবন বাঁচাতে চায় না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply