পাবনায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী নিহত

|

পাবনায় ভাড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও নয়জন হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ জানায়, নির্বাচন ঘিরে নৌকার প্রার্থী আবু সাঈদের সাথে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে চারাবটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রার্থীর অনুসারীরা। সুলতান মাহমুদের পক্ষ হয়ে সংঘাতে জড়ায় আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াসিনের লোকজনও। হয় গোলাগুলিও। এতে গুলিবিদ্ধ হয় ইয়াসিন। গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হলে সেখানেই মারা যান এই স্বতন্ত্র প্রার্থী।

আরও পড়ুন: সারাদেশ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

এদিকে এ ঘটনায় এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply