মানুষের কাছে মার খাওয়াকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তুরস্কের ইস্তাম্বুলের বাসিন্দা হাসান রেজা গনি নামের এক ব্যক্তি। মার খেতে অন্যের কাছ থেকে তিনি অর্থ নেন। বিনিময়ে ১০-১৫ মিনিট ধরে ইচ্ছে মতো তাকে মারার সুযোগ করে দেন হাসান। খবর ডেইলি সাবার।
তুরস্কের এই নাগরিক ২০১২ সাল থেকেই ‘স্ট্রেস কোচ’ হিসেবে কাজ করছেন। এই পেশা বেছে নেয়ার পেছনে তার যুক্তি হলো- অনেক মানুষ অন্যকে আঘাত করে বা পিটিয়ে মানসিক চাপ দূর করে। তাই বিষয়টিকে তিনি অন্য ধাপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য রীতিমতো লাইসেন্সও আছে হাসানের।
আরও পড়ুন: মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি
মূলত, তুর্কি চলচ্চিত্র সার্ক বুলবুবু থেকে অনুপ্রাণিত হয়েই বিষয়টি তার মাথায় আসে। ওই ছবিতে কমেডি অভিনেতা কামাল সুনালকে স্বেচ্ছায় মানুষের কাছে পিটুনি খেতে দেখা যায়। হাসান বলেন, আমার বেশির ভাগ ক্লায়েন্টই দৈনন্দিন কাজের চাপে বিষণ্নতায় ভোগেন। প্রতিদিনই দুই থেকে চারজনের সাথে কাজ করি। প্রতিটি সেশন চলে ১০ থেকে ১৫ মিনিট।
হাসানের নিজের একটি ইউটিউব চ্যানেলও আছে। সেখানে তিনি এই মার খাওয়ার ভিডিও নিয়মিত আপলোড করেন।
এসজেড/
Leave a reply