যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, শতাধিক প্রাণহানির শঙ্কা

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বঞ্চলীয় রাজ্য কেনটাকিসহ আশপাশের কয়েকটি রাজ্যে আঘাত হেনেছে এক টর্নেডো। আর এই টর্নেডোতে বেশ বড় সংখ্যার প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী রাজ্যগুলো থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, আমি আশঙ্কা করছি কেনটাকিতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটি হতে পারে ৭০ থেকে ১০০ এর মধ্যে। ঝড়টি ছিল ভয়ানক এবং ধ্বংসাত্মক। তিনি আরও বলেন, আমি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছি।

কেনটাকির ইতিহাসে ‘সবচেয়ে ভয়ানক’ ঝড় ছিল এটি। ঘণ্টায় ২০০ মাইল (৩২২ কিলেমিটার) বেগে এটি কেনটাকির ওপর দিয়ে বয়ে যায়।

খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু দালান ধসে পড়ে মেফিল্ডে। বিষয়টি জানিয়েছেন সারাহ বার্গিস, যিনি কেনটাকি স্টেট পুলিশের একজন ট্রুপার। মেফিল্ডের একটি ক্ষতিগ্রস্ত মোমবাতির কারখানায় বেশ কজন আটকে আছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভারত থেকে উদ্ধার হলো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply