আইএমএফের সাথে ঋণচুক্তির বিরুদ্ধে বিক্ষুব্ধ আর্জেন্টিনা

|

আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের সাথে ঋণচুক্তির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়। বামপন্থী দলগুলোর ডাকে সাড়া দিয়ে শনিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে নামে হাজারও মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, জনগণের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ঋণের বোঝা। ঋণ শোধের পর্যাপ্ত সম্পদ বা পরিস্থিতি নেই বলে দাবি তাদের।

গত সপ্তাহে আইএমএফের সাথে আলোচনায় ওয়াশিংটন যায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ঋণ দানকারী সংস্থাটির সাথে নতুন একটি চুক্তির লক্ষ্য তাদের। দুপক্ষের আলোচনা অনেকদূর এগিয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএমফ। চুক্তির একটি কাঠামো চূড়ান্তের কথাও জানায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

২০১৮ সালে কনজারভেটিভ সরকারের অধীনে হওয়া ৪৫ বিলিয়ন ডলারের চুক্তিটিই সংস্কারের পরিকল্পনা দুই পক্ষের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply