চিকিৎসক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বরগুনা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। ৪৩ জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র ৬ জন। এরমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ২ জন। গুরুতর রোগী আসলেই তাদের পাঠিয়ে দেয়া হয় বরিশাল কিংবা ঢাকায়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
১০০ শয্যার এই হাসপাতালে কর্মরত চিকিৎসক আছেন মাত্র ৬ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ২১টি পদের মধ্যে ১৯টি শূন্য। বরগুনা সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন সেবা নেন ৩শ’ থেকে ৪শ’ জন। আর রোগী ভর্তি থাকে ১০০ জনের ওপরে। চিকিৎসক বেশি না থাকায় হাসপাতালে ভর্তি রোগীরাও ভালোভাবে সেবা পাচ্ছেন না বলে অভিযোগ।
আরও পড়ুন: জয়পুরহাটে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩
সংযুক্তিতে বিভিন্ন উপজেলা থেকে ডাক্তার এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চলছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার লিখিতভাবে জানালেও নতুন নিয়োগ হয়নি।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বলছেন, দ্রুত সংকট নিরসন হবে।
এসজেড/
Leave a reply