র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করে না: মহাপরিচালক

|

বরগুনা প্রতিনিধি:

র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করে না। আইন এবং সংবিধান অনুযায়ী র‍্যাব কাজ করে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

উপকূলীয় জীবন এবং জীবিকার নিরাপত্তায় জেলে ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করতে বরগুনার পাথরঘাটা যান র‍্যাব মহাপরিচালক। এসময় জেলেদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সাগরে জেলেদের নিরাপত্তা ও স্থলে সন্ত্রাস দমনে র‍্যাব যা বলে তা বাস্তবায়ন করে। তাই তিনি জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানান। এসময় আত্মসমর্পণকৃত জলদস্যুদের সকল ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন তিনি। জেলেদের সাথে মতবিনিময় শেষে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন র‍্যাব মহাপরিচালক।

আরও পড়ুন:  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ; নারীসহ আটক ৪

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply