করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

|

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সোমবার তার দফতর থেকে নিশ্চিত করা হয় এই তথ্য। বর্তমানে রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে করোনার উপসর্গ ততোটা প্রকট নয়। তবে সেনা হাসপাতালের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। ৬৯ বছরের প্রেসিডেন্ট দুই ডোজ ভ্যাকসিন গ্রহীতা।

রোববার সাবেক রাষ্ট্রপ্রধান এফ ডব্লিউ ক্লার্কের শেষকৃত্য অংশগ্রহণের পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। তারপরই করা হয় নমুনা পরীক্ষা। তিনি নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা- তা যাচাইয়ে পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। আগামী কয়েক সপ্তাহ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব সামলাবেন ডেপুটি প্রেসিডেন্ট।

গেলো মাসেই দক্ষিণ আফ্রিকায় প্রথম ‘ওমিক্রন’ শনাক্তের খবর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply