রাজশাহীতে কৃষক হত্যা মামলায় নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে কৃষক নুরুন্নবী হত্যা মামলার রায়ে ২ জনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলায় ১ জনকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যাল এর বিচারক আকবর আলী শেখ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে ২০১৩ সালের ১৫ এপ্রিল রাতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নুরুন্নবী আইয়ুবকে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে হাসেম আলী বাদি হয়ে চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সিআইডি তিন জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। তথ্য উপাত্ত, ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ আসামি মফিজ উদ্দিন ও ফুলজান বিবির ফাঁসি ও জরিমানার আদেশ দেন। আর আসামি দেরাজ উদ্দিনকে খালাস প্রদান করে। ফুলজান বিবির সাথে পরকীয়ার সম্পর্ক ছিল নিহত কৃষক নুরুন্নবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি মফিজ উদ্দিন হলেন ফুলজানের স্বামী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply