বাউন্সি উইকেটে অনুশীলন করতে পাকিস্তানের খরচ ৩৭ কোটি টাকা

|

ছবি: সংগৃহীত

বাউন্সি ও দ্রুত গতির উইকেটে ব্যাটারদের অনুশীলনের ব্যবস্থা করতে ৩৭ কোটি টাকা খরচ করে ড্রপ ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির চুক্তি অনুযায়ী ২টি স্টেডিয়ামে বসানো হবে এই পিচ। এর মাঝে একটি করাচির নয়া নাজিমাবাদ ক্রিকেট স্টেডিয়াম। তবে অপরটির নাম এখনও প্রকাশ করেনি পিসিবি।

মূলত নিজেদের ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ড্রপ ইন পিচ মানে বাইরের দেশ থেকে পছন্দমত চরিত্রের উইকেট নিজ দেশের উইকেটের উপর বসানো। যার ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দ্রুতগতির উইকেট পাওয়া সম্ভব। ২০২২ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত পিসিবির।

বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার পেছনেও বারবার স্লো এবং নিচু উইকেটে ক্রিকেট খেলাকেই দায়ী করে আসছেন ক্রিকেট বোদ্ধারা। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবির কাছে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা করা খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয়।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর তাগিদ বিশ্বজয়ী কোচের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply