ইউরোপা লিগে বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি

|

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে নকআউট পর্বের প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১৭ বছর পর ইউরোপা লিগ খেলতে যাওয়া বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় কাতালান ক্লাবটি। ফলে ২০০৩-০৪ আসরের পর আবারও ইউরোপা লিগে খেলতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের।

উয়েফার নতুন নিয়মের কারণে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ মিলছে না এবার। টপকাতে হবে প্লে-অফের বাধা। যেখানে নাপোলির মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে প্রথম ম্যাচ। এরপর ফিরতি লেগে ২৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দু’দল। প্লে-অফের বিজয়ী আট দল খেলবে শেষ ষোলোতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply