চীনে শনাক্ত হলো ওমিক্রন রোগী

|

ছবি: সংগৃহীত

চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো শনাক্ত হলো ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

গেলো সপ্তাহে বিদেশ থেকে যাওয়া এক ব্যক্তির শরীরে মেলে ভাইরাসের উপস্থিতি। তাকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে স্থানীয়ভাবে কারো এই ভ্যারিয়েন্টে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি চীনের এই প্রদেশটিতে আশংকাজনকহারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার চীনের মূল ভূখণ্ডে স্থানীয়ভাবে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। যার মধ্যে ৪৪ জনই ঝেজিয়াং প্রদেশের। সংক্রমণ রোধে কয়েক হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রেখেছে কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা শহরগুলোতে বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্লাইট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply