বগুড়া ব্যুরো
গরীবদের জন্য দেয়া ১০ টাকা মূল্যের ৮৪০ কেজি চাল খোলা বাজারে বিক্রির সময় বগুড়ায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘোলাগাড়ী এলাকার একটি চালের গুদাম থেকে সদর উপজেলা প্রশাসন জব্দ করে এসব চাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম যমুনা নিউজকে জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদে ১০ টাকা মূল্যের চাল বিতরণ করা হয়। বুধবার বিকেলে তথ্য পাওয়া যায় যে, এরুলিয়ার ঘোলাগাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মিজানুর রহমানের দোকানে এসব চাল বিক্রি করা হচ্ছে। পরে মিজানের দোকান ও গুদামঘরে অভিযান চালিয়ে ২৮টি বস্তায় ৮৪০ কেজি চাল জব্দ করা হয়। আটক করা হয় চাল ব্যবসায়ী মিজানকেও।
নির্বাহী কর্মকর্তা আরও জানান, মিজান কিভাবে এসব চাল সংগ্রহ করেছে তা খতিয়ে দেখতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a reply