খালেদা জিয়ার তিনটি জন্মদিন, কাল হাইকোর্টে শুনানি

|

ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। এই প্রতিবেদনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জানান, আজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাইকোর্টে প্রতিবেদন এসেছে। পাসপোর্ট অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, করোনা চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের তথ্য, এসএসসির নিবন্ধনের তথ্যও এসেছে। তিনি বলেন, হাইকোর্টে জমা দেয়া বিএনপি চেয়ারপারসনের ৬টি নথিতে তিনটি জন্মদিন পাওয়া গেছে। তারিখগুলো হলো ১৯৪৬ সালের ৮ মে, ১৫ আগস্ট ও ৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, গত ১৩ জুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের সব নথি আদালতে দাখিল করতে বলা হয়। একইসঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply