র‍্যাবের ইস্যু অস্বীকার করে অপরাধকে উৎসাহিত করছে সরকার: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সরকার র‍্যাবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে, এই অপরাধকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে গত এক দশক ধরে চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের স্বীকার। যা রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন। র‍্যাব কর্মকর্তাদের ওপর ইউএসের নিষেধাজ্ঞার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এসব কর্মকর্তাকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী মেঘলা হত্যা: স্বামীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মিশনে এর নেতিবাচক প্রভাব পড়বে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশে জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচিও জানান বিএনপি মহাসচিব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply