বিয়ের মৌসুমে সুখবর! কমলো স্বর্ণের দাম

|

ছবি: সংগৃহীত।

শীতকাল মানেই বিয়ের মৌসুম। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই এই সময় বিয়ের আমেজ শুরু হয়েছে ঘরে ঘরে। এরই মধ্যে হবু বর-কনেদের জন্য বড় সুখবর এলো। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারেও।

দেশে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম হয়েছে ৭৩ হাজার ১৩৩ টাকা। দাম কমার এই সিদ্ধান্ত বুধবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা স্বর্ণের দাম কমছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, সর্বশেষ ১২ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় হলমার্ক করা ২২ ক্যারেট মানের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৭৪ হাজার ৩০০ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply