পরমাণু গবেষণা কেন্দ্রে ক্যামেরা স্থাপনের অনুমতি দিলো তেহরান

|

কারাজ পরমাণু গবেষণা কেন্দ্র, ইরান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সিকে (আইএইএ) কারাজ পরমাণু কেন্দ্রে আবারও ক্যামেরা বসানোর অনুমতি দিতে যাচ্ছে তেহরান। এর আগে, চলতি বছরের জুনে এই পরমাণু কেন্দ্রে হওয়া অন্তর্ঘাতমূলক এক হামলায় আইএইএ’র বসানো ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়। খবর আলজাজিরার।

বুধবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ইরান জানিয়েছে, পারস্পারিক ভুল বোঝাবুঝি দূর করতেই পুনরায় ক্যামেরা ইনস্টলের উদ্যোগ নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইএইএ’কে স্বেচ্ছায় পরমাণু কেন্দ্রে ক্যামেরা বসাতে দিতে সম্মত হয়েছে তেহরান। উল্লেখ্য, গত জুনে কারাজ পরমাণু কেন্দ্রে সংঘটিত এক অন্তর্ঘাতমূলক হামলায় আইএইএ’র বসানো ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়। শুরু থেকেই এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। 

ইরানে ক্ষমতাসীন ইব্রাহিম রাইসি সরকার দেশটির পরমাণু কেন্দ্রে ক্যামেরায় ভিডিও রেকর্ডিং নিষিদ্ধ করে। যদিও আইএইএ’র ক্যামেরায় রেকর্ড হয়। যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে তাই ইরান সাফ জানিয়ে দিয়েছে,  কেবল মাত্র তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই তারা পারমাণবিক কেন্দ্রের রেকর্ডকৃত ভিডিও দেবেন।   

উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তবে, সম্প্রতি ইরানের সাথে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরায় সচল করতে ছয় পরাশক্তি আবারও আলোচনা শুরু করেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply