‘দুর্বল নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হয়নি’

|

ফাইল ছবি।

দুর্বল নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরায় বঙ্গবন্ধু মঞ্চে বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পরে যারাই নেতৃত্ব দিয়েছে, কেউই জনগণের কথা চিন্তা করেনি। শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছে, তাদের সেই ত্যাগের মূল্যায়ন হয়নি। সবাই একসাথে কাজ করলে, স্বাধীনতার মূল চেতনায় এগিয়ে গেলে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠা সম্ভব বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply