বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে কিশোরগঞ্জে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

|

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ফুল দিতে গিয়ে নূর মোহাম্মদ ও সোহরাব উদ্দিনের সমর্থকরা মুখোমুখি হলে, তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

দুপুরে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply