গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে ছাই শিক্ষকের বসতবাড়ি

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশরাফুল ইসলাম নামক এক শিক্ষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে গোবিন্দগঞ্জের বাগদাবোগদহ কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক আশরাফুল ইসলাম স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক। এছাড়া বাগদা বাজার এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত কারণে আশরাফুল ইসলামের বসতবাড়ির সেমিপাকা বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় আশরাফুল ও তার স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না।

আশরাফুল ইসলাম জানান, তাৎক্ষণিক আগুন লাগার ব্যাপারটা বুঝতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হতো না। আমার ছোটভাই ফোন করে বাড়িতে আগুন লাগার কথা জানায়। তাৎক্ষণিক বাড়ি পৌঁছে দেখি তিনটি টিন সেডের ঘর এবং ঘরের টিভি, ফ্রিজ ও খাটসহ সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। তারপর আমরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে ওই বসতবাড়ির তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply