রমনা কালী মন্দিরে পুজো দেবেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ

|

রাম নাথ কোবিন্দ। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরে পুজো দেবেন আজ শুক্রবার (১৭ ডিসেম্বর)। মন্দির সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল দশটার দিকে তিনি মন্দিরে যাবেন। ১৫ মিনিট সময় সেখানে অবস্থানকালে প্রথমে তিনি ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া মন্দিরের অংশটি উদ্বোধন করবেন। এরপর ঢাকার প্রাচীনতম এ মন্দিরে প্রার্থনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, ১৯৭১ সালে রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন কোবিন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply