কাউন্টি খেলবেন ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান

|

ছবি: সংগৃহীত

ইংলিশ কাউন্টিতে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবারের গ্রীষ্মকালীন মৌসুমে সাসেক্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।

ব্যাট হাতে স্বপ্নের মতো এক বছর কাটানো এই উইকেটরক্ষক-ব্যাটার মুখিয়ে আছেন নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিতে। ২০২২ এর এপ্রিলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডে যাবেন রিজওয়ান। সেখানে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত থাকবেন তিনি। তাই কাউন্টি চ্যাম্পিয়নশিপের বড় একটা সময় ও পুরো টি-টোয়েন্টি ব্লাস্টেই ২৯ বছর বয়সী ক্রিকেটারকে পাচ্ছে সাসেক্স।

আরও পড়ুন: আম্পায়ারকে নির্যাতন ও হত্যার হুমকি: আজীবন নিষিদ্ধ ক্রিকেটার

এদিকে, এক বর্ষপঞ্জিতে টি-টোয়েন্টিতে সর্বপ্রথম ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মোহাম্মদ রিজওয়ান। আরব আমিরাতে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ান ছিল দুর্দান্ত ফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান, স্ট্রাইকরেট ছিল ১২৭.৭২। শুধু বিশ্বকাপেই নয়, পুরো বছরের রেকর্ডও বেশ ভালো ছিল তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অসাধারণ ব্যাটিং করেছেন রিজওয়ান।

আরও পড়ুন: আমাকে দত্তক নাও; রিজওয়ানের উদ্দেশে পাক তরুণী


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply