৭ উইকেটের জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ পাকিস্তানের

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়দের ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো বাবর আজমের দল। ওয়েস্ট ইন্ডিজের করা ৩ উইকেটে ২০৭ রানের জবাবে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান।

করাচি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ক্যারিবিয়রা। ব্র্যান্ডন কিংয়ের ৪৩ আর সামারাহ ব্রুকসের ৪৯ রানে বড় সংগ্রহের পথে হাঁটে তারা। এরপর অধিনায়ক নিকোলাস পুরানের ঝড়ো ৬৪ আর শেষ দিকে ড্যারেন ব্রাভোর অপরাজিত ৩৪ রানে ভর করে ২০৭ রানের বড় সংগ্রহ গড়ে তারা।

আরও পড়ুন: যে রেকর্ডে রিজওয়ান ছাড়া আর কেউ নেই

জবাবে ব্যাট করতে নেমে রিজওয়ান-বাবরের ব্যাটে জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। এই দুই ওপেনারের ১৫৮ রানের জুটি ভাঙ্গে বাবর ৭৯ রান করে আউট হলে। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৮৭ রান। শেষ দিকে আসিফ আলির ৭ বলে ২১ রানে ভর করে ১৮ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও উইন্ডিজের ৮ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে সিরিজের বাকি খেলা।

আরও পড়ুন: আমাকে দত্তক নাও; রিজওয়ানের উদ্দেশে পাক তরুণী


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply