চীন শাখা আওয়ামী লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

|

রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর চীন শাখার উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় খিলক্ষেতে অবস্থিত রিজেন্সি হোটেলের গ্র্যান্ড সামিট কনফারেন্স হলে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চীন শাখা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট যাদব দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ দূত ও বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান কূটনীতিক ওয়ালিউর রহমান। অতিথি ছিলেন চীন শাখা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন কে দত্ত, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুন কান্তি দাস, সঞ্চালনায় ছিলেন চীন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মো. সাজ্জাদ হোসাইন। বক্তব্য রাখেন চীন শাখা যুবলীগের সভাপতি শাহাজাদা সায়েম।

প্রথমে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। যাদের মহান আত্মত্যাগে এ স্বাধীনতা সেসব বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, চীনে অবস্থানরত বিভিন্ন পেশায় কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ও স্বাধীনতার স্বপক্ষে রয়েছেন তারা এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন। ঠিক সে সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর চীন শাখা সংগঠিত হয়েছে। যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাতে হাত রেখে কর্মীদের প্রতি কাজ করতে আহবান জানান চীন শাখা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বিজয়ের ৫০ বছর পূ্র্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে চীনা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply