এবারের মিস ইউনিভার্সের মুকুটের দাম জানেন?

|

ইসরায়েলের ইলাতে অনুষ্ঠিত হয়ে গেলো মিস ইউনিভার্স ২০২১। দুই দশকেরও বেশি সময় পর এবার মিস ইউনিভার্স মুকুট জিতেছেন ভারতের পাঞ্জাবের তরুণী হারনাজ কর সান্ধু। মিস ইউনিভার্স ২০২১ খেতাব জয়ী হারনাজ সান্ধুকে নিয়ে এখন মেতে আছে গোটা দেশ। আর হবে নাই বা কেন? প্রায় ২১ বছর পর ৮১জন প্রতিযোগীকে টপকে ভারতের এই সুন্দরীর মাথায় উঠেছে মুকুট। তবে আপনি কি জানেন, ওই মুকুটের দাম কত ছিল?

হারনাজের মাথায় যে মুকুটটি উঠেছে, তা সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি। মুকুটটির ওজন প্রায় এক কেজি। তাতে বসানো হয়েছে এক হাজার ৭২৫টি হীরা। সবমিলিয়ে মুকুটটির মূল্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ৪৩ কোটি টাকা। সেই সঙ্গে আড়াই মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানিও পেয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় প্রাইজ মানির পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

২১ বছর বয়সী এই সুন্দরীর জন্ম চন্ডীগড়ের এক পাঞ্জাবি পরিবারে। সেই শহরের পড়াশোনা তার। পাশাপাশি দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন হারনাজ। পেশায় মডেল হওয়ার পাশাপাশি ফিটনেস লাভারও তিনি। এর আগে দুটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছেন এই মডেল। ২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন এই সুন্দরী। এরপর ২০১৮ সালে এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হারনাজ। এরপর বাকি কাহিনিটা সবারই জানা।

মিস ইউনিভার্স খেতাব পাওয়ার পর কিছু দায়িত্ব পালন করতে হয় বিজয়ীকে। সঙ্গে পাওয়া যায় মোটা অংকের বেতনও। হারনাজ বর্তমানে যে সুযোগ-সুবিধা পাবেন, তা শুনলে চমকে যাওয়ার মতো অবস্থা হতে পারে।

আগামী এক বছর হারনাজ নিউইয়র্কের একটি বিলাসবহুল পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন। এখন তিনি মিস ইউনিভার্স প্রতিষ্ঠানের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে তিনি পুরো বিশ্ব ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। তাকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মসূচিতে অংশ নিতে হবে।

শুধু তাই নয়, এ সময় তার পোশাক থেকে শুরু করে স্বাস্থ্য, সবকিছুর খেয়াল রাখার জন্য থাকবেন বিশেষজ্ঞরা। এক বছরের জন্য হারনাজ পাবেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। তিনি কী খাবেন, কীভাবে নিজের ত্বকের খেয়াল রাখবেন সবকিছুই দেখভালের জন্য আলাদা লোক থাকবে।
এসবের জন্য যত টাকা লাগবে, তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তার অন্য আয়েরও সুযোগ বাড়বে। কারণ এখন তাকে নিয়ে সিনেমা কিংবা বিজ্ঞাপন বানানোর পরিকল্পনা তো থাকছেই।

হারনাজ সান্ধুর আগে মাত্র দুজন ভারতীয় মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। ১৯৯৪ সালে সুস্মিতা সেন এবং ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স বিজয়ী হন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply