নির্বাচনে কারচুপি হলে আত্মহত্যার হুমকি প্রার্থীর

|

স্টাফ করেসপন্ডেন্ট: নির্বাচনে কারচুপি হলে আত্মহত্যা করার ঘোষণা দিলেন ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আরেফীন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চর খোয়াজ গ্রামের তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এর আগে, গত মঙ্গলবার তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এ ইউনিয়নের টানা দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি সোনাগাজী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা হিসেবে সকলের কাছে পরিচিত। আগামী ২৬ ডিসেম্বরের ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী শামসুল আরিফীন ও আওয়ামী লীগের প্রার্থী উম্মে রুমাসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজ বাড়ির সংবাদ সম্মেলনে শামসুল আরেফিন আরও বলেন, আমি দীর্ঘদিনের এই ইউনিয়নের নির্বাচিত এবং জনপ্রিয় চেয়ারম্যান। কিন্তু আমাকে হারানোর জন্য বর্তমান আওয়ামী লীগের লোকজন কারচুপি করার নীলনকশা তৈরি করেছে আর আমি সেটি বুঝতে পেরেছি। আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিলাম। কখনও বাণিজ্য করিনি। যারা টাকা দিয়ে বাণিজ্য করেছে তারা মনোনয়ন পেয়েছে। তাদের কাছে আমি হার কোনোভাবেই মানতে পারছি না। যার জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমি এখনো মৌখিকভাবে বক্তব্য দিয়েছি। আমি লিখিত বক্তব্য রেডি করছি। আগামীকাল শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে বক্তব্য পাঠাবো। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছেও লিখিতভাবে বক্তব্য পাঠাবো। আমি আত্মহত্যা করবো এটি তাদেরকেও জানাবো। আওয়ামী লীগ করেছি মানুষের জন্য। নিজের পকেট ভারী করার জন্য কখনও করিনি। যার কারণে আমার সে সামর্থ্য নেই মনোনয়ন কেনার। দলের জন্য কাজ করতে গিয়ে আমার শরীরে এখনও ১৮৬টি বুলেটের আঘাত রয়েছে। আমার ডান হাত, ডান পা অনেকটা অচল। শুধু এ দলের জন্য বারবার নির্যাতনের শিকার হয়েছি। এরশাদ বিরোধী আন্দোলনে আমার শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। একই ইউনিয়নের জাপার প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, বহিরাগতদের এনে নির্বাচনে কারচুপি কেন্দ্র দখলের পাঁয়তারা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। প্রার্থীরা হচ্ছে নৌকার প্রার্থী উম্মে রুমা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আরেফীন, জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম, হাতপাখার প্রার্থী ফখর উদ্দিন, বিএনপি সমর্থিত প্রার্থী টেলিফোন প্রতীকের মমিন খান। /এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply