ওমিক্রনের মারাত্মক প্রভাব থেকে বাঁচাতে, ভ্যাকসিনের বুস্টার ডোজ ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর। শুক্রবার, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
তাদের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ভ্যাকসিন ৯৭ শতাংশ পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিলো। কিন্তু, ওমিক্রনের ক্ষেত্রে কমেছে কার্যক্ষমতা। ফলে, বুস্টার ডোজ পাওয়া প্রতি ১০০ জনের মধ্যে কমপক্ষে ৮০ জনকে হাসপাতালে যেতে হবে না। নতুন ভ্যারিয়েন্টের কম্পিউটার মডেলিং করে গবেষকরা পেয়েছেন এসব তথ্য।
তবে গাণিতিক মডেলকে যথেষ্ট মনে করছেন না ইউকে ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক চেয়ার ডক্টর ক্লাইভ ডিক্স। বলেন, ওমিক্রন সম্পর্কে আরও একমাসের তথ্য হাতে পাওয়ার পর, বুস্টার ডোজ নিয়ে আত্মবিশ্বাসী হওয়া যাবে।
উল্লেখ্য, বিশ্বে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যেই ওমিক্রনে আক্রান্ত ১৪ হাজার ৯০৯ জন।
Leave a reply