৫ জনের ৫ গোলে ইতালিয়ান লিগ সিরি আ’র শীর্ষে এখন ইন্টার মিলান। স্যালেরনিতানাকে ৫-০ গোলে হারিয়ে এসি মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্টে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অ্যাওয়ে ম্যাচে শুরুতেই লিড নেয় ইন্টার। ১১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ক্রোয়াট ফরোয়ার্ড ইভান পেরেসিচ। ৩৩ মিনিটে এডিন জেকোর অ্যাসিস্টে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন ডাচ রাইট ব্যাক ডেনজেল ডামফ্রাইস। ৫২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। হাকান চানালুলুর অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সাবেক বার্সা, আর্সেনাল ও ম্যানইউ ফরোয়ার্ডকে গোলটি নিশ্চয়ই স্বস্তি এনে দিয়েছে।
আরও পড়ুন: নিয়মের ফাঁদে ফেলে এরিকসেনের সাথে চুক্তি বাতিল করলো ইন্টার মিলান
৭৭ মিনিটে ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ যোগ দেন গোল উৎসবে। ৮৭ মিনিটে পঞ্চম গোল পায় ইনজাগির দল, এবার ইতালিয়ান মিডফিল্ডার রবার্তো গাগলিয়ারদিনি স্কোরশিটে নাম তুললে ৫-০’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। এসি মিলানের সাম্প্রতিক ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর সুযোগ নিয়ে টানা ৫ম জয়ের সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সিমন ইনিজাগির দল।
আরও পড়ুন: ভল্ফসবুর্গের জালে বায়ার্নের ৪ গোল
Leave a reply