দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করলেন ‘কাঁচা বাদামে’র গানের রিমিক্স। বাংলার এই ভাইরাল গানে ঢুকে পড়ল পাশ্চাত্য গানের সুর। আর এই ফিউশনই এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
ইনস্টাগ্রামে কাঁচা বাদাম গানের রিমিক্স পোস্ট করে ডেভিড লিখেছেন, ভুবন বাদ্যকরের গানটি রিমিক্স করে আমি গর্বিত। এই কাজটি ব্যক্তিগতভাবে আমার পছন্দের। আমি বাংলার গ্রামের এই বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরকে বিশ্বমঞ্চে দেখতে চাই। ভুবনকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চাই। শুধু তাই নয়, এই ভিডিও থেকে যা উপার্জন হবে, তার ভাগও ভুবনকে দিতে চাই আমি।
এদিকে ভাইরাল হওয়া ভুবন আছেন বিপাকে। জনপ্রিয়তার জন্য বাড়তি কোনো লাভ পাননি তিনি। এ বিষয়ে ভুবন বলেন, আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলে কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।
এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার ডেভিডের কথা এখনো ভুবনের কানে উঠেছে কিনা তা জানা নেই। তবে ডেভিডের প্রতিশ্রুতিতে যে ভুবন কিছুটা নিশ্চিন্ত হবেন তা কিন্তু বলাই যায়।
https://www.youtube.com/watch?v=mV-qGna_4Eo
Leave a reply