মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ২০

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাদল তালুকদার ও আপাং কাজীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার ভোরে বাদল তালুকদারের লোকজন আপাং কাজীর লোকজনের উপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অন্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়।

আরও পড়ুন: এবার রান্নাঘরে মিললো রাসেল ভাইপার

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply