হলের দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

|

আবাসন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি মাদরাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির অন্তত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র তিনশ শিক্ষার্থীর জন্য রয়েছে আবাসন ব্যবস্থা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে মাদরাসার সামনে বিক্ষোভ করে ছাত্ররা। আন্দোলনকারীরা বলেন, মাদরাসাটিতে ১০ হাজার ছাত্র পড়াশোনা করে। তবে মাত্র সাড়ে তিনশ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার জন্য একটি মাত্র আবাসিক হল। আবাসন সংকটে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।

ছাত্রদের অভিযোগ, আবাসিক হল তৈরি না করে মাদরাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের পায়তারা করছে কর্তৃপক্ষ। অবিলম্বে এ নির্মাণ কাজ বন্ধ করে ছাত্রাবাস তৈরির দাবি আন্দোলনকারীদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply