‘সুবর্ণজয়ন্তীতেও বাস্তবায়িত হয়নি মুক্তিযুদ্ধের চেতনা’

|

যে চেতনা ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও তা পূরণ হয়নি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার অভিযোগ, বিজয়ের সর্বজনীন উৎসবকে ব্যক্তি কেন্দ্রিক করে ফেলেছে সরকার।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিএনপির স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি। যেখানে অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। নির্দিষ্ট থিমভিত্তিক এ আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবে বিএনপি।

অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করে বিজয়ের প্রকৃত চেতনা ধ্বংস করছে ক্ষমতাসীনরা।

অন্যদিকে দুর্বল নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সম্পর্কিত প্রতিবেদনটি পড়তে লিংকে ক্লিক করুন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply