পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

|

পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নী-প্রাইম নামক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

সফলভাবে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার ঊড়িষ্যা উপকূল থেকে অগ্নি সিরিজের এ ক্ষেপণাস্ত্রটিকে পরীক্ষামুলকভাবে উৎক্ষেপন করা হয়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পরমাণু অস্ত্রবহনে সক্ষম মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নি প্রাইম এ অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ভুলভাবে ‘অগ্নি প্রাইম’ মিশনের উদ্দেশ্য পূরণ হয়েছে।

এর আগে পরমাণু অস্ত্রবহন সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষার পর আরও বেশকিছু অত্যাধুনিক দূরপাল্লার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। 


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply