রোহিত শর্মা ইনজুরিতে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার ও উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টেস্টেই খেলা হচ্ছে না রোহিতের। তার জায়গায় দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরন।
গত ৮ই ডিসেম্বর ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পান রোহিত শর্মা। কিন্তু এরইমধ্যে চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় নতুন সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো লোকেশ রাহুলকে।
আরও পড়ুন: রোনালদোর রেকর্ড ছুঁলেন লেভানডভস্কি, ধরাছোঁয়ার বাইরে মেসি
আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। পরে ৩ ও ১১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের বাকি দু’টি টেস্ট।
বর্তমানে ভারত দলের অধিনায়কত্ব নিয়ে চলছে তোলপাড়। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময় ওয়ানডে থেকে কোহলিকে সরিয়ে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। যা নিয়ে এখনও চলছে নানা তর্ক-বিতর্ক। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত এ ফরম্যাটের অধিনায়কত্বও ছাড়েন কোহলি।
জেডআই/
Leave a reply