পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে প্রতিপক্ষের হামলায় সেলিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। হামলা ও মৃত্যুর জন্য নৌকার সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তবে পুলিশের বক্তব্য, মৃত সেলিম হার্ট অ্যাটাকে মারা গেছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত সেলিমের লাশ নিয়ে উপজেলার দেবোত্তর বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মৃত সেলিম হোসেন উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী কে এম শাহীন (আনারস প্রতীক) কর্মী ও সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকার কর্মী-সমর্থকরা হামলা চালায়। এতে সেলিমসহ কয়েকজন আহত হয়। আহত সেলিম হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যান্য আহতরা হলেন- স্বতন্ত্র প্রার্থী কে এম শাহীন, ইউপি সদস্য আব্দুল আওয়াল, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও আসাদুল ইসলাম। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, মৃত সেলিমের মরদেহ নিয়ে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে সেলিমের স্বজন ও তার পক্ষের সমর্থকরা। বিক্ষোভ শেষে উপজেলার সদর দেবোত্তর বাজারের চৌরাস্তা মোড়ে লাশ রেখে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কে এম শাহীন অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় আমার কর্মী-সমর্থকদের উপর নৌকার প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চলের কর্মী সমর্থকরা হামলা চালালে সেলিম হোসেন আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তবে, হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চল বলেন, হামলার কোনো ঘটনাই ঘটেনি। সেলিমের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে জানতে পেরেছি, তার মৃত্যুকে পুঁজি করে মিথ্যা অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, একটি বিচ্ছন্ন ঘটনা ঘটেছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী সেলিমের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে দাবি করেন তিনি।
/এসএইচ
Leave a reply