স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দের জেরে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে শহরের পুরানবাজারে এই ঘটনা ঘটে। আহত শিতল হাওলাদার শহরের পুরানবাজার এলাকার শাহীন হাওলাদারের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। আগামী রোববারও তার পরীক্ষা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে শহরের বিসিক শিল্প নগরীর একটি মাঠে ব্যাডমিল্টন খেলা নিয়ে এইচএসসি পরীক্ষার্থী শিতল হাওলাদারের সাথে কিশোর গ্যাংয়ের নেতা ওমর হাওলাদার, অন্তর এবং সবুজের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার বিকেলে শহরের পুরানবাজারে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শিতলের উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় শিতলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে অভিযুক্তরা।
আরও পড়ুন: ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও’ স্ট্যাটাস দিয়ে যুবক নিখোঁজ
শিতলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্ত ওমর, সবুজ ও অন্তরসহ তাদের দলের সদস্যরা। পরে গুরুতর অবস্থায় শিতলকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওমর হাওলাদার। তবে, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
জেডআই/
Leave a reply