প্রতিরোধ কর্মসূচির শুরুতে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত

|

ইসরায়েলের কামানের গোলার আঘাতে এক ফিলিস্তিনি কৃষক নিহত, এবং অপর একজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণ মাধ্যম বিবিসি জানিয়েছে শুক্রবার এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, গাজার দক্ষিণে শুক্রবার ভোরে খান ইউনুস শহরের নিকটে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলে সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বেড়ার কাছে সন্দেহভাজন দুই ব্যক্তির উদ্দেশ্যে ট্যাঙ্কের গোলা ছোড়া হয়েছে।

ফিলিস্তিনি ছয় সপ্তাহব্যাপী প্রতিরোধ কর্মসূচিকে ঘিরে ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে। সীমান্ত বরাবর তাঁবু গেড়ে অবস্থান নিয়েছে ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঠ থেকে পার্সলে সংগ্রহ করার সময় ট্যাঙ্কের ঘোলায় একজন কৃষক নিহত ও অপরজন আহত হয়েছেন। পাশাপাশি উত্তর গাজায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

হামাস বলেছে, কৃষকদের ভয় দেখাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে তারা প্রতিরোধ কর্মসূচিকে অংশ না নেয়।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply