কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসছে সাপ। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল বিবৃতি (টেম্পারিং) নিয়ে বেরোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডেও বল বিকৃতিকাণ্ডে জড়িত ছিলেন তারা।
এর পরই নানা দিক থেকে সন্দেহের তীর আসতে লাগলো তাদের দিকে। সন্দেহকে বাস্তব ভিত্তি দিলেন আম্পায়ার ড্যারেল হার্পার। ২০১৬ সালের নভেম্বরে শেফিল্ড শিল্ডের ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া ও নিউ সাউথওয়েলস। ওই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন হার্পার।
হার্পার জানিয়েছেন, ওই প্রতিদ্বন্দ্বিতায় বল টেম্পারিংয়ের মতো অবৈধ কাণ্ড ঘটান স্মিথ-ওয়ার্নার। তাদের সতর্ক করার পরও নিজেদের অবস্থান থেকে সরেননি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ম্যাচ রেফারি ও আম্পায়ার নির্বাচন ম্যানেজার সিমন টাফেলের কাছে নালিশও করেছিলেন তিনি। কিন্তু তার কথায় পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
এর আগে শীতকালে অ্যাশেজ সিরিজেও স্মিথ-ওয়ার্নাররা বল টেম্পারিং জড়িত, এমন অভিযোগ করেছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। অভিযোগকারী ওই বিশেষজ্ঞদের মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলে সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply