বাংলাদেশি নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ

|

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ ‘প্রজেক্ট অমি’ নামে একটি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করবেন। আগামী বছরের জুনে ওই সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। এই সিনেমা নির্মান করছেন অমিত আশরাফ। আর প্রযোজনা করছেন বাংলাদেশের কাজী হাউস প্রোডাকশন্স ও যুক্তরাজ্যের ফর ফিল্মস।

সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রে ২০৫০ সালের গল্প তুলে আনছেন নির্মাতা। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট যৌথভাবে ‘অমি’ নামে একটি রোবট তৈরি করেন, যা ভার্চুয়ালি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে। আর তাতে নাসিরুদ্দিন শাহকে একজন ‘গুরুর’ চরিত্রে দেখা যাবে; যার অবস্থান রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির বিরুদ্ধে।

তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাসিরুদ্দিন শাহ বলিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন চার দশকের বেশি সময় ধরে। সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকেও তিনি সক্রিয়। আর অমিত আশরাফ এর আগে উধাও নামে একটি সিনেমা বানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply