এক দশকের ‘ভুলবশত’ মার্কিন হামলায় নিহত ১৩শর বেশি বেসামরিক

|

গেলো এক দশকে মধ্যপ্রাচ্যে ‘ভুলবশত’ চালানো মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ১৩শর বেশি বেসামরিক মানুষ। রোববার পেন্টাগনের গোপন একটি নথি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের কয়েকটি ঘটনা তদন্ত করছিল মার্কিন গণমাধ্যমটি। সেসময়ই তাদের হাতে আসে পেন্টাগনের গোপন নথি। নিউইয়র্ক টাইমসের দাবি, কোনো হামলার পরই ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। তবে অল্প কিছু ঘটনায় নিহতের স্বজনদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

গেলো পাঁচ বছরে মার্কিন বাহিনী যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি হামলা চালিয়েছে তারা। যার অন্যতম ২০১৬ সালের ১৯ জুলাই সিরিয়ার উত্তরাঞ্চলের হামলা। অভিযানে ৮৫ আইএস যোদ্ধাকে হত্যার দাবি করে মার্কিন বাহিনী। কিন্তু নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, সে হামলায় প্রাণ গেছে ১২০ জনের। আর নিহতদের বেশিরভাগই নিরীহ গ্রামবাসী।

এদিকে মিয়ানমারেও গত জুলাই মাসে গণহত্যা চালিয়েছিল দেশটির জান্তা সরকার। সম্প্রতি সেখানে ৪০ জনের দেহাবশেষ পাওয়া গেছে। প্রতিবেদনটি পড়তে এই লিংকে যান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply