করোনা আতঙ্ক কাটিয়ে এরই মধ্যে বিশ্বের অধিকাংশ মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু সংখ্যক মানুষ বাড়িতে বসেই কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া অফিসে কাজ শুরু হলেও অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বাড়িতে বসেও কাজ করার দরকার পড়ে। তবে এমন সময় হঠাৎ ইন্টারনেটে গড়মিল দেখা দিলে তাৎক্ষণিক কী করবেন? চলুন জেনে নিই কিছু পরামর্শ
১) বাড়ির রাউটারটি5GHz-এ বদলে নিন। এই ধরনের কানেকশনে দ্রুত কাজ হবে।
২) অনেকসময় সিগন্যালের সমস্যা দেখা দিলে প্রয়োজনে আপনার বাড়ির রাউটারটিকে অন্যত্র রাখুন।
৩) বাড়ি থেকে কাজের সময় চেষ্টা করবেন বাড়ির ওয়াই-ফাই ব্যবহার করে সিনেমা দেখা বা নেটমাধ্যমে সক্রিয় না থাকাই ভাল। একই সঙ্গে বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করলে তা দুর্বল হয়ে পড়ে।
৪) রাউটার যদি পুরোনো হয়, সেক্ষেত্রে অতি দ্রুত সম্ভব রাউটার পরিবর্তন করে নিন।
৫) হঠাৎই করে ইন্টারনেট চলে গেলে রাউটারটিকে একবার রিসেট করে নিন।
এসজেড/
Leave a reply