নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|

গ্রেফতার হয়েছেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (বাহার)।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় তাকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে গ্রেফতার করে পুলিশ। বাহার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ীর মৃত মোখলেছুর রহমান পুত্র।

বাহারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, তার বিরূদ্ধে পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার ২০০৬ সালের একটি মামলাসহ পৃথক ২টি মামলা বিশেষ ট্রাইব্যুনাল-০১ ও জেলা দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত- ০৬ এ চলমান। এছাড়াও, নোয়াখালী’র ২টি পৃথক মামলায় আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply