তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু

|

ছবি: সংগৃহীত।

বিশ্বে এখন সড়ক দুর্ঘটনায় হতাহতের হার আশঙ্কাজনকভাবে বেশি। তাই এর বিরুদ্ধে একটি বড় উদ্যোগ নিলো ভারতের তামিলনাড়ুর সরকার। যে কোনো সড়ক দুর্ঘটনার প্রথম ৪৮ ঘণ্টাকে ধরা হয় জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়ের মধ্যে তামিলনাড়ুতে যেকোনো সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে গেলে তাকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। খবর এনডিটিভির।

এরই মধ্যে এই রাজ্যের মোট ৬০৯টি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য সরকার। এরমধ্যে আছে ৪০৮টি বেসরকারি হাসপাতাল এবং ২০১টি সরকারি হাসপাতাল। এক লাখ রুপির মধ্যে মোট ৮১টি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে রোগীদের সেবা দেবে এসব হাসপাতাল।

যারা স্বাস্থ্য বিমা করাননি তারাও এই সেবার অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে। একই শর্ত ও সেবা প্রদত্ত হবে পর্যটকদের ক্ষেত্রেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply